মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনে আবারও সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সোমবার, মার্চ ১০, ২০২৫
ধর্ষণের প্রতিবাদে দ্বিতীয় দিনে আবারও সড়কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফয়সাল আহমেদঃ

শিশু আছিয়ার নির্যাতনকারীদের ফাঁসি কার্যকর, দেশব্যাপী ধর্ষণ প্রতিরোধ, ধর্ষকদের শাস্তি নিশ্চিত এবং নারীসহ সকল নাগরিকের সার্বিক নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ভাটারা থানার সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে পাথর এই নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ এবং ‘এক, দুই, তিন, চার—জাহাঙ্গীর, তুই গদি ছাড়’—এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী তামান্না আক্তার মিম, আশিকুজ্জামান কাব্য, মো. রফিকুল ইসলাম, মুহাম্মাদ আবু সাঈদ, মিরাজ হোসেন, শাহলী ওয়াহিদ পারভেজ প্রমুখ।

উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মুহাম্মদ আবু সাঈদ তার বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন। 
১। ধর্ষকের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগে ট্রাইবুনাল গঠন করতে হবে।
২। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যা দৃষ্টান্তমূলকভাবে এবং প্রকাশ্যে কার্যকর করতে হবে।
৩। অনতিবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হলে আমরা সারাদেশের সকল শিক্ষার্থীদের নিয়ে অসহযোগ আন্দোলন এবং কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হব।

এসময় শিক্ষার্থী তামান্না আক্তার মিম ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের লালসা থেকে একটা বাচ্চা পর্যন্ত মুক্তি পায় না তাদের জন্য ফাঁসি খুব সামান্য একটা শাস্তি। তাদেরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করা হোক। গতকাল আসিফ নজরুল স্যার বলেছেন, ধর্ষকের বিচারের জন্য ৯০ দিন সময় লাগবে। কিন্তু আমার প্রশ্ন- যেখানে তথ্য, প্রমাণ‌ ও আসামি সবই আছে তাহলে ৯০ দিন কেন লাগবে?

আরেক শিক্ষার্থী আশিকুজ্জামান কাব্য বলেন, আমাদের কথা স্পষ্ট, ধর্ষণকারীদের বিচার হবে জনসম্মুখে। পর্দার আড়ালে কোন বিচার হবে না। ধর্ষণকারীকে জনগণের সামনে নিয়ে এসে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করতে হবে। এরকমভাবে কয়েকজনকে শাস্তির আওতায় আনতে পারলে বাংলাদেশের বুকে আর ধর্ষণকারীর নতুন করে বিস্তার লাভ করতে পারবেনা।

পরে ধর্ষকের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানান শিক্ষার্থী ও স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগে রবিবার একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাধারণ শিক্ষার্থীরা।




Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল