বুধবার, ১২ মার্চ ২০২৫

বেশি বিদ্যুৎ বিল থেকে বাঁচার সহজ উপায়

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
বেশি বিদ্যুৎ বিল থেকে বাঁচার সহজ উপায়

লাইফ স্টাইল ডেস্ক:

তীব্র গরমে অনেকের বাসায় সারা দিন ফ্যান চলে। কেউ কেউ ব্যবহার করেন এয়ারকন্ডিশনার বা এসি। কমবেশি সব বাসাতেই বর্তমানে রেফ্রিজারেটর রয়েছে। সবকিছু মিলিয়ে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকের চোখ কপালে ওঠে। এত বিল কীভাবে হলো! বিদ্যুৎ বিলের খরচ কমাতে হয়তো অনেকে লাইট, ফ্যান বন্ধ করে রাখেন। কিন্তু লাইট, ফ্যানের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় এমন সাতটি যন্ত্র আমাদের বাসাবাড়িতেই আছে। চলুন সে রকম পাঁচটি যন্ত্র সম্পর্কে জানা যাক। পাশাপাশি শিখে নেওয়া যাক এগুলোর বিদ্যুৎ খরচ কমানোর উপায়।

১. এয়ারকন্ডিশনার
এসিতে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়। কারণ, এসি অনেক সময় চালিয়ে রাখতে হয়। তা ছাড়া এসি চালাতে অধিক ওয়াট শক্তি খরচ হয়। তাই বিদ্যুৎ বিল বেশি আসে। তবে কিছু নিয়ম মানলে এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমানো যায়।
যেভাবে খরচ কমাবেন
ক. নতুন প্রযুক্তির এসি বেশি বিদ্যুৎ–সাশ্রয়ী। যেমন ইনভার্টার এসি। তাই ইনভার্টার এসি কেনার চেষ্টা করুন।
খ. প্রতিবছর একবার এসির ফ্লুইড লেভেল, কুল্যান্ট চার্জসহ যাবতীয় বিষয় একজন ভালো ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে পরীক্ষা করানো ভালো।
গ. এসির রুমে বাতাস যেন বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে যেতে না পারে। বাইরের গরম বাতাস ভেতরে ঢুকলে সেই বাতাস ঠান্ডা করতে বেশি বিদ্যুৎ খরচ হয়।
ঘ. এসির রুমে অপ্রয়োজনীয় জিনিস না রাখাই ভালো। প্রয়োজনীয় জিনিসও অন্য কোথাও রাখার চেষ্টা করুন। যেমন রেফ্রিজারেটর বা স্টিলের ওয়ার্ডরোব জাতীয় জিনিস এসির রুমে থাকলে সেগুলোকেও ঠান্ডা করতে হয়। এতে বেশি বিদ্যুৎ খরচ হয়। প্রতিবার এসি চালালে এগুলোও ঠান্ডা করতে হয়।
ঙ. প্রথমবার এসি চালিয়ে সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়ে দিতে পারেন, যাতে এসির বাতাস চারদিকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পরে ঘর ঠান্ডা হলে ফ্যান বন্ধ করে দেবেন।
এসব বিষয় মাথায় রাখলে এসি চালিয়েও বিদ্যুৎ খরচ কমানো যায়।

২. ওয়াটার হিটার
বিদ্যুৎ খরচ এসির চেয়ে কম যায় না ওয়াটার হিটারে। কারণ, শীতকালে একটা ট্যাংকের পানি সব সময় গরম করে রাখতে হয়। আপনি ব্যবহার না করলেও কিন্তু পানি গরম করে রাখতে হচ্ছে। ফলে বিদ্যুৎ তো একটু বেশি খরচ হবেই।

যেভাবে খরচ কমাবেন
ক. ওয়াটার হিটারের থার্মোস্ট্যাট কমিয়ে রাখতে পারেন। কারণ, থার্মোস্ট্যাট যত বেশি হবে, বিদ্যুৎ–শক্তি ব্যবহৃত হবে তত বেশি। তাপমাত্রা মোটামুটি ৪৮ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুৎ সাশ্রয় হবে।
খ. পানি বের হওয়ার চাপ কমিয়েও বিদ্যুৎ খরচ বাঁচাতে পারেন। শাওয়ারহেড দিয়ে একসঙ্গে বেশি পানি বের করতে বিদ্যুৎ খরচ বেশি হয়। তাই এটা একটু কমিয়ে ব্যবহার করতে পারেন।
গ. ভালো মানের ওয়াটার হিটার না কিনলে ট্যাংকের পানি গরম করতে বেশি সময় লাগবে। তা ছাড়া দ্রুত পানি ঠান্ডা হওয়ার ভয়ও থাকে। তাই ভালো মানের আধুনিক প্রযুক্তির হিটার কিনুন।
ঘ. খেয়াল রাখবেন, হিটারের পাইপের জয়েন্ট থেকে যেন পানি বের না হতে পারে। টানা এক মাস ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকলে মাসে ১৫০ থেকে ২০০ টাকার বিদ্যুৎ খরচ বাড়বে।

বাসাবাড়িতে ওয়াশিং মেশিন এখন নিত্যব্যবহার্য পণ্যে পরিণত হয়েছে
বাসাবাড়িতে ওয়াশিং মেশিন এখন নিত্যব্যবহার্য পণ্যে পরিণত হয়েছেছবি: প্রথম আলো
৩. ওয়াশিং মেশিন
বাসাবাড়িতে ওয়াশিং মেশিন এখন নিত্যব্যবহার্য পণ্যে পরিণত হয়েছে। জামা পরিষ্কার ও শুকানোর জন্য অনেক শক্তি খরচ হয়। আর শক্তি খরচ হওয়া মানেই তো বিদ্যুৎ খরচ।

যেভাবে খরচ কমাবেন
ক. প্রতিবার ওয়াশিং মেশিন ভরে কাপড় দিয়ে একসঙ্গে ধুয়ে ফেলুন। মেশিনে কাপড় কম দিয়ে বারাবার ধুলে বিদ্যুৎ খরচ বেশি হবে। এতে পানি খরচও বাঁচবে।
খ. গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধোয়ার চেষ্টা করুন। সাধারণত হাতে ধোয়ার সময় আমরা ঠান্ডা পানিই ব্যবহার করি। তাই ওয়াশিং মেশিনে ঠান্ডা পানি দিয়ে কাপড় ধুলে পানি গরম করা লাগবে না। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।
গ. কাপড় মেশিনে ধুয়ে প্রাকৃতিকভাবে শুকানোর ব্যবস্থা করুন। সূর্যের আলোয় কাপড় শুকান। খরচ বাঁচবে।
ঘ. উচ্চ দক্ষতাসম্পন্ন ওয়াশিং মেশিন কিনুন। এতে পানি ও বিদ্যুৎ কম খরচ হবে।
ঙ. ওয়াশিং মেশিন নিয়মিত পরিষ্কার করুন। ফিল্টার ও ড্রাম নিয়মিত পরিষ্কার না করলে মেশিনের কার্যক্ষমতা কমে। তাতে বিদ্যুৎ খরচ হয় বেশি।

রেফ্রিজারেটর
রেফ্রিজারেটরছবি: সংগৃহীত
৪. রেফ্রিজারেটর
রেফ্রিজারেটর এমন যন্ত্র, যা সব সময় চলতে থাকে। ২৪/৭ হিসেবে চলে বলে আপনার বাসার বিদ্যুৎ বিল বাড়ার অন্যতম কারণ এই রেফ্রিজারেটর। ওপরের তিনটি যন্ত্র আপনার বাসায় না থাকলেও এটা থাকার কথা। চলুন দেখে নিই কীভাবে ফ্রিজ ব্যবহার করেও খরচ কমানো যায়।

যেভাবে খরচ কমাবেন
ক. যতটা সম্ভব নতুন প্রযুক্তির ফ্রিজ কিনুন। কারণ, আধুনিক প্রযুক্তির ফ্রিজে বিদ্যুৎ খরচ কম হয়।
খ. ডিপ ফ্রিজে বরফ জমলে পরিষ্কার করে ফেলুন। বরফ জমলে ফ্রিজের কর্মদক্ষতা কমে যায়; কিন্তু বাড়ে বিদ্যুৎ খরচ।
গ. অনেক সময় ধরে টানা ফ্রিজের দরজা খুলে রাখবেন না। ফ্রিজে এমনভাবে জিনিসপত্র রাখুন, যাতে সহজে বের করতে পারেন।
ঘ. প্রয়োজন অনুসারে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে বিদ্যুৎ বিল বাঁচাতে পারেন। নরমালে ৩ থেকে ৫ ডিগ্রি ও ডিপে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন।
ঙ. ফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে সবকিছু ঠান্ডা হতে বেশি সময় লাগে। তাই প্রয়োজনের অতিরিক্ত খাবার কিনে না রাখাই ভালো।

ইলেকট্রিক ওভেন
ইলেকট্রিক ওভেনছবি: পেকজেলস
৫. ইলেকট্রিক ওভেন
খাবার গরম করার এই ওভেন লাইট বা ফ্যানের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে। অল্প সময় ব্যবহার করলেও এটা চালাতে বেশি শক্তির বিদ্যুৎ লাগে। তাই বিদ্যুৎ বিল কমাতে চাইলে ইলেকট্রিক ওভেন ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে।

যেভাবে খরচ কমাবেন
ক. প্রয়োজন না হলে ইলেকট্রিক ওভেনের পরিবর্তে গ্যাসের চুলা ব্যবহার করুন।
খ. একবারে একটি খাবার গরম না করে একসঙ্গে একাধিক খাবার গরম করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।
গ. কিছুক্ষণ ওভেন চালিয়ে খাবার গরম হলে বন্ধ করে রাখতে পারেন। তবে খাবার যতক্ষণ খাওয়া শুরু না করবেন, ততক্ষণ ওভেন থেকে বের করবেন না। ওভেনের মধ্যে থাকলে ওটার তাপে খাবার গরম থাকবে।
ঘ. সঠিক তাপমাত্রায় খাবার গরম করুন। অতিরিক্ত তাপমাত্রা সেট করলেই খাবার দ্রুত গরম হয় না; বরং বিদ্যুৎ খরচ বাড়ে শুধু।
ঙ. সম্ভব হলে আধুনিক ইনভার্টার প্রযুক্তির ওভেন কিনুন। এতে বিদ্যুৎ খরচ বাঁচবে।

সূত্র: রিয়েল হোমস ডট কম

সময় জার্নাল/টিএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল