সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে আবেদন করা যাচ্ছে, যা আগামী ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। এছাড়া আগামী ১১ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটটির অধীনে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।
আবেদনকারীকে ২০২৩ অথবা ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী ইউনিটটির অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।