স্পোর্টস ডেস্ক:
মেসি নেই, নেই লওতারো মার্টিনেজও। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ। তাও ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে। এমন ম্যাচে আর্জেন্টিনা তেতে থাকবে, সেটাই স্বাভাবিক। তারওপর মেসি না থাকার কারণে নিজেদের ওপর দায়িত্বের বোঝাটা তুলে নিয়েছিলেন এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজরা।
মাঠে নামার পর মুহূর্ত থেকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে থাকেন আর্জেন্টিনার ফুটবলাররা। বিশেষ করে এনজো ফার্নান্দেজ। ব্রাজিলবে ৪-১ গোলে উড়িয়ে দেয়া এই ম্যাচে চেলসিতে খেলা তারকা ফার্নান্দেজ নিজে একটি গোল করেছেন, করিয়েছেন আরও একটি। জয়ের পর ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদেরও।
৬৮ টাচের মধ্যে যেগুলো ড্রিবলিং করেছেন, তাতে শতভাগ সফল। গোলের দুটি সুযোগ তৈরি করা ছাড়াও গোল হওয়ার মত দুটি দারুণ পাসও দিয়েছেন তিনি। সব মিলিয়ে পুরো ম্যাচেই দারুণ খেলেছেন ফার্নান্দেজ।
ব্রাজিলের বিপক্ষে অসাধারণ এই জয়ের পর ফার্নান্দেজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি লেখা হয়, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’
বাংলাদেশের প্রতি ফার্নান্দেজের ভালবাসা নতুন নয়, ২০২২ বিশ্বকাপের পর থেকেই রয়েছে। তার দেশের ফুটবল ফেডারেশনের পাশাপাশি ফার্নান্দেজ সব সময়ই তাদের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনে মুগ্ধ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যত্থানের সময় আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে ফার্নান্দেজ লিখেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’
এরপর আরও একটি পোস্টে লেখা হয়, ‘বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন দেখে বিস্মিত হয়েছে আর্জেন্টিনার ফুটবলার, কর্মকর্তা এবং দেশটির ফুটবল ফেডারেশন। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের এক্স হ্যান্ডলে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও পিছিয়ে ছিলেন না। তিনিও ধন্যবাদ জানান। এরপর ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো হয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয়েছিল, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়ন-সত্তাই তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে।’
এমআই