আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে ইরাবতী নদীর উপরের ৯১ বছর পুরনো আভা সেতু। এটি পুরাতন সাগাইন সেতু নামেও পরিচিত। এটি মিয়ানমারের মান্দালয় ও সাগাইং অঞ্চলে ইরাবতী নদীর ওপর বিস্তৃত।
শুক্রবার দুপুরে দেশটিতে পরপর দুবার ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
৭.৭ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাগাইন শহরের কাছাকাছি; যার কারণে মান্দালয়, নেপিদো এবং অন্যান্য অঞ্চলের একাধিক ভবন ধসে পড়েছে।
ঔপনিবেশিক আমলে ব্রিটিশরা এই আভা সেতু নির্মাণ করেছিল।
মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। ভূমিকম্পের কম্পনে থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়েছে। এতে সেখানে কর্মরত ৪৩ শ্রমিক আটকা পড়েছেন।