নিজস্ব প্রতিবেদক:
প্রতিবছর ঈদের দুই দিন আগে গাবতলী বাস টার্মিনাল ঘরমুখো যাত্রীতে ভরপুর থাকে। কিন্তু এবার সেই চিত্রে ভাটা পড়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল থেকে যাত্রীর মোটামুটি চাপ রয়েছে। টিকিট পেতে তেমন ভোগান্তি পেতে হচ্ছে না দূরপাল্লার যাত্রীদের। ফলে তারা স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছেন।
বাস টার্মিনাল ঘুরে যাত্রী এবং কাউন্টার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের মাত্র আর দুই দিন বাকি। দীর্ঘ ছুটি থাকায় শনিবার সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল এবং তার আশপাশের এলাকাগুলোতে ঘর মুখো মানুষের ভিড় জমে। গত কয়েকদিন থেকে ঈদযাত্রায় তেমন চাপ লক্ষ্য করা যায়নি। সকাল থেকে প্রতিটি কাউন্টারে আগাম টিকিট করা যাত্রীরাই বাসে উঠেছেন। বিশেষ করে কল্যাণপুর থেকে অধিকাংশ যাত্রীই আগাম টিকিট কেটেছিলেন। আর গাবতলী এলাকার অধিকাংশ কাউন্টারে আজ সকাল থেকে ভাসমান টিকিট বিক্রি হচ্ছে। তবে কোনো রুটে ভাড়া বেশি আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
দেখা গেছে, যাত্রীর মোটামুটি চাপ থাকলেও টিকিট পেতে বেগ পেতে হচ্ছে না। যাত্রী পেতে হাঁকডাকও শোনা গেছে।
এদিকে যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য। টার্মিনালের প্রবেশমুখে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম দেখা গেছে। সড়কে যাতে যানজট না হয় তার জন্য ট্রাফিক সদস্যরা কাজ করে যাচ্ছেন।
এমআই