মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে গরীব ও অসহায় ১৩০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে ইউনিটি ফাউন্ডেশন।
এ উপলক্ষে শনিবার পৌর এলাকার নবগ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমাম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন উপদেষ্টা প্রবাসী কাজী আমজাদুল হক দিপু, রেজাউল করিম শামীম, মোঃ শামীম, কামরুল ইসলাম ভুঁইয়া, শাহীন, এডভোকেট আজাদ, ডাক্তার রিয়াদ হোসেন, ব্যবসায়ী মামুন, ইউসুফ হোসাইন সুমন, শফিউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাহিম, ইউনুছ মেম্বার, বাপ্পি, বিজয়, মহন, হালিম, ইয়াছিন, রায়হান, কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ঈদ উপহার সামগ্রী পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞা জানিয়েছে অসহায় পরিবারের সদস্যরা। উল্লেখ্য, ইউনিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে গরীব ও অসহায় মানুষের কল্যাণে নিয়মিত কাজ অব্যাহত রেখেছে।
এমআই