নিজস্ব প্রতিবেদক:
দেশের সকল নারী উদ্যোক্তাদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন আউয়াল মিন্টু।
২৯ মার্চ শুভেচ্ছা বার্তায় ওয়েব সভাপতি বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের পরে এবারের ঈদুল ফিতর দেশে এক নতুন পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে। রমজান মাসেও আমরা এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, যেখানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে ছিল, আর তা মানুষের এক ধরনের প্রশান্তি বয়ে এনেছে। ধনী-দরিদ্র সকলে মাঝে রমজানের খুশির পরে ঈদ যাত্রায়ও মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে।
পবিত্র ঈদুল ফিতরের এই বিশেষ মুহূর্তে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) পক্ষ থেকে দেশের সকল নারী উদ্যোক্তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সৃজনশীলতা ও পরিশ্রম আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঈদের পরেও আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করছি। আপনারা আপনাদের গুণগত মানসম্পন্ন ও সৃজনশীল পণ্য দিয়ে দেশ ও বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উজ্জ্বল করে তুলবেন।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক!
এমআই