এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ওই স্কুল ছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটির বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে তারা দাবী করেন। সোমবার সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের গোডাউন বালিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (১৯)কে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের এস এস সি পরীক্ষার্থী এক ছাত্রী (১৭) প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রায়ই প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) সংঘবদ্ধভাবে তাকে উত্তক্ত করে। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানালে তারা ওই বখাটেদের অভিভাবকদের জানায়। এতে ওই বখাটেরা আরও বেপরোয়া হয়ে পড়ে।
স্কুল ছাত্রীর ছোটো চাচা আবু সাঈদ মিয়া জানান, সিয়াম, রিফাত, সাকিব আমার ভাতিজিকে উত্ত্যক্ত করে। বিষয়টি ওদের অভিভাবকদের জানাই। সর্বশেষ গত রবিবার রাত ১১ টার দিকে আমাদের বাড়ির সামনে এসে ৩/৪টি আতশবাজি বাড়ির ভিতরে নিক্ষেপ করে। এ সময় বাধা দেওয়ায় একপর্যায়ে ওরা চলে যায়। এ় বিষয়টি পুনরায় ওদের অভিভাবকদের জানালে সোমবার ওই তিন বখাটে সহ ১০-১২ জন এসে বাড়ির ভিতরে ঢুকে আমার দুই ভাই ও বেড়াতে আসা এক ভাগ্নেকে ঘরে ভিতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমাদের বাড়ির ৩ টি ঘর ভাঙচুর ও লুটপাট করে মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন এ বিষয়ে জানান,একটি বিষয় নিয়ে মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআই