মোঃ এমদাদ উল্লাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের ফেলনা ছাত্রকল্যাণ ফেডারেশন কর্তৃক 'ক্যারিয়ার ডেভেলপমেন্ট পোগ্রাম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমেদ। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন এর সভাপতি আগা আজিজুল ইসলাম আজাদ, সুপ্রিমকোর্টের আইনজীবী আল-মামুন রাসেল, কবি ও সাংবাদিক ইমরান মাহফুজ।
ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে ও উপস্থাপক মু. ইমাম হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, ছাত্রকল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, ব্যবসায়ী ইসরাফিল মোল্লা, ছাত্রকল্যাণ ফেডারেরশনের সাবেক সভাপতি শরিফুর রহমান, এডভোকেট সাইফুদ্দিন মজুমদার, ছাত্রকল্যাণের সাবেক সভাপতি সাইফুর রহমান শামীম, আতিকুর রহমান, বর্তমান সভাপতি সোহেল রানা, সেক্রেটারি সাইয়্যেদুল আরাফাত, হাফেজ মর্তুজা।
অনুষ্ঠানে ফেলনা ছাত্রকল্যাণ ফেডারেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন পরিকল্পনা, সময়ের চাহিদা, দক্ষতা বৃদ্ধিতে দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন এবং আধুনিক তথ্য-প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
এমআই