এহসান রানা, ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় জামাল মাতুব্বর (৫২) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে অন্ডকোষ থেতলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর অভিযোগ দুই জন ডাকাত ঘরে ঢুকে আঘাত করে পালিয়ে যায়। অন্যকোন জখম ও মালামাল লুটের ঘটনা না ঘটায় হত্যার কারণ বের করতে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত হাতেম মাতুব্বরের ছেলে। তিনি দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় ছিলেন। সম্প্রতি দেশে ফিরে গত ৬ রমজান পাশ্ববর্তী সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামে সাজেদা বেগম (২৮) নামে এক তরুণীকে বিয়ে করেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরেন। গভীর রাতে তার বাড়িতে ডাকাত দল প্রবেশ করে বলে পরিবার ও স্থানীয়রা জানান। তবে কোনো মালামাল খোয়া যায়নি বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, গভীর রাতে দুইজন ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীর অন্ডকোষে তারা লোহার রড দিয়ে আঘাত করে চলে যায়। পরে গুরুত্বর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শনিবার ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীররাতে জামালের ঘরে দুই জন চোর বা ডাকাত ঢুকে তার অন্ডকোষে আঘাত করে হত্যা করে। তাকে হত্যার সময় ঘরে বাহিরে আরো লোকও থাকতে পারে। ঘটনাটি দুঃখজনক। আমরা গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।