মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আবারো সড়ক অবরোধ করেছেন তৌহিদি জনতা।
রবিবার (৬ এপ্রিল ২৯২৫) সকাল ৮টার দিকে সদর উপজেলার মোহনপুর ব্রিজে কয়েক হাজার জনতা একত্রিত হয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের কারণে ব্রিজের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হন যাত্রিরা।
প্রায় সাড়ে ৬ ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাবাবিক হয়।
খবর পেয়ে দিনাজপুর কোতয়ারি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হন হেফাজতে ইসলাম জেলা শাখার আমীর মাওলানা মতিউর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংরাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারী মুফতি মুহাম্মদ খাইরুরুজ্জামান, জামায়াত নেতা এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেলসহ অন্যান্য আলেম-ওলামাগণ।
পরে উপস্থিত নেতৃবৃন্দ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে যত দ্রুত সম্ভব অভিযুক্ত সবুজ দাসকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি উত্তেজিত জনতাকে শান্ত থাকারও আহবান জানান তারা।
মহাসড়ক অবরোধের সময় নামাজের সময় হলে উপস্থিত আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিরা রাস্তায় জোহরের নামাজ আদায় করেন।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি দ্রুত সময়ের মধ্যে সবুজ দাসকে গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় সাড়ে ৬ ঘন্টা পর উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি খায়রুজ্জামান জানান আমরা শুক্রবার পর্যন্ত অবরোধ স্থগিত ঘোষণা করেছি। এই সময়ের মধ্যে অভিযুক্ত সবুজ দাসকে গ্রেফতার না করলে আবারো নতুন কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।
এর আগে গত বৃহস্পতিবার অভিযুক্ত সবুজ দাসকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সবুজ দাসকে গ্রেফতারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত বুধবার দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের বনতাড়া বালুপাড়া গ্রামের সবুজ দাস নামে এক যুবক ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, "তোমার নবী তো লুচ্চা ৫৩ বছর বয়সে ৬ বছরের আয়েশাকে বিয়ে করেছেন কেমন নবী তোমার।"
স্থানীয় এলাকাবাসী ফেসবুকের এ স্ট্যাটাস দেখে ক্ষিপ্ত হয়ে সবুজ দাসের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে দিনাজপুর কোতযালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, অভিযুক্ত সুবজ দাসের স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে
নামে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।