কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আলেম ওলামা ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনে গাজার মুসলমানদের হরতালের সমর্থনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে কিশোরগঞ্জ উপজেলা শহীদ মুগ্ধ স্টেডিয়ামের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি প্রকৌশলী আব্দুল হালিম, গদা কেরামতিয়া মাদ্রাসার মোহতামিম মাহমুদুল হক,ধাপের ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি বেলাল হোসাইন,ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি জাকারিয়া ও হাফেজ রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন,ইসরাইলে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা বন্ধ করা না হলে বাংলাদেশে ইসরাইলের সকল পন্য বন্ধ করার হুশিয়ারি উচ্চারণ করা তারা।