বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

জামালপুরে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্তের হার ১৯.৬৮ শতাংশ

রোববার, জুলাই ৪, ২০২১
জামালপুরে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্তের হার ১৯.৬৮ শতাংশ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধ : জামালপুরে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দুই উপজেলায় দুই নারীর মৃত্যু হয়েছে। এদের একজনের বাড়ি মেলান্দহে অন্যজনের বাড়ি বকশীগঞ্জ উপজেলায়। এই দুই মৃত্যু নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ৫৩ জনে দাঁড়াল।

এদিকে, গত ২৪ ঘন্টায় ২৫৪টি নমুনা পরীক্ষায় জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ।

নতুন এই শনাক্ত নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৩০২০ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ১৩ জন করোনা রোগী এবং মোট সুস্থ হয়েছেন ২৪৬৬ জন।

নতুন শনাক্তদের মধ্যে জামালপুর সদর উপজেলার দাপুনিয়ায় ৩ জন, বাগেরহাটায় ১ জন, ডিসি অফিসে ১ জন, মুকুন্দবাড়ীতে ২ জন, মৃর্ধাপাড়ায় ১ জন, শ্রীপুরে ১ জন, মোসলেমাবাদে ১ জন, কাচারীপাড়ায় ১ জন, পাথালিয়ায় ২ জন, কম্পপুরে ১ জন, হিরু সড়কে ১ জন, দেওয়ানপাড়ায় ১ জন, শেখেরভিটায় ১ জন, নান্দিনায় ১ জন, বনপাড়ায় ১ জন ও বগাবাইদে ১ জন।

মাদারগঞ্জ উপজেলার কয়ড়ায় ১ জন। ইসলামপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সরিষাবাড়ী উপজেলার বগারপাড়ায় ১ জন, সরিষাবাড়ীর ধানাটায় ২ জন, মওলা মাদ্রাসায় ১ জন, আরামনগরে ১ জন ও দৌলতপুরে ১ জন। বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁওয়ে ১ জন, উজান কলকীহারায় ১ জন, কুশলনগরে ১ জন, সিমারপাড়ায় ১ জন, ধানুয়া কামালপুরে ১ জন, পল্লী বিদ্যুৎ অফিসে ১১ জন, পানাটিয়া পাড়ায় ১ জন, সূর্যনগরে ১ জন, তিনানীপাড়ায় ১ জন, খামার গেদরায় ১ জন ও উপজেলা চত্বরে ১ জন।

রবিবার (৪ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করে আরো জানান, গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে মেলান্দহ উপজেলা পরিষদ এলাকার ৫০ বছর বয়সী এক নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। অপরদিকে বকশীগঞ্জ উপজেলার খামার গেদরা এলাকার ৬৫ বছর বয়সী এক নারী করোনা উপসর্গ নিয়ে বাড়িতেই মারা যান। মৃত্যুর আগে নেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল