মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
গাঁজায় যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মিছিলের নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর আমীর মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী এয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মহসিন কবির, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হকসহ জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে। তারা নৃশংসভাবে হামলা চালিয়ে নিঃস্পাপ শিশুসহ নারী-পুরুষের উপর বিমান হামলা করছে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। অথচ বিশ^ বিবেক এখন ঘুমাচ্ছে। আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং জাতিসংঘসহ বিশ^ নেতৃবৃন্দের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
ছবির ক্যাপশান: গাঁজায় ইসরাইলি নৃশংস হামলার প্রতিবাদে সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে প্রতিকি লাশ দিয়ে বিক্ষোভ করে জামায়াত কর্মীরা।
এমআই