মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি :
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত বিমান হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশব্যাপি বোমা হামলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) বাদ আসর শহরের স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুরবাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিসদ সদস্য মাওলানা একেএম আফজালুল আনাম, এ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান
শহর জামায়াতের সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাসেল, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ মোশফিকুর রহিম প্রমূখ। মিছিল ও সমাবেশে শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে গাজায় ইসরাইলের নৃশংস ও বর্বরোচিত হামলা বন্ধ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলের সকল পণ্য বর্জন করতে হবে।