শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী এক লাখ ৮২ হাজার

মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
দিনাজপুর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী এক লাখ ৮২ হাজার

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বমোট এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এসব পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

ওই পত্রে আরো জানানো হয়, এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৭ জন পরীক্ষার্থী রয়েছে। 

এছাড়া মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৪৯ হাজার ৬৪৩ জন, অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন। 

অপরদিকে অনিয়মিত ও জিপিএ উন্নয়ন ৩২ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে এক বিষয়ে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ে বিষয়ে, ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ে ২ হাজার ৪১৯ জন, চার বিষয়ে ৭১০ জন ও সকল বিষয়ে ২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ আলী আরো জানান, এবারের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৮০টি কেন্দ্র হতে ২ হাজার ৭৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। 

জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে রয়েছে রংপুর জেলায় ৫১টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৩২ হাজার ৯৮৫ জন, গাইবান্ধা জেলায় ৪০টি কেন্দ্রে
মোট পরীক্ষর্থী ২৫ হাজার ৩০৩ জন, নীলফামারীতে ২৭টি কেন্দ্রে
মোট পরীক্ষর্থী ২১ হাজার ১২১ জন, কুড়িগ্রামে ৫৩৪টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ২০ হাজার ৫৩৪ জন, লালমনিরহাটে ২০টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১৩ হাজার ৮৫৫ জন, দিনাজপুরে ৬২টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ৩৮ হাজার ১৩২ জন, ঠাকরগাঁয়ে ২৪টি কেন্দ্রেমোট পরীক্ষর্থী ১৭ হাজার ৯৮৪ জন ও পঞ্চগড় জেলায় ২২টি কেন্দ্রে মোট পরীক্ষর্থী ১২ হাজার ৪৯৬ জন।

তিনি জানান, ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল