জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ছকিলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে স্বামী বাড়িতে না থাকায় ছকিলা বেগম নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে প্রবল কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বিশাল আকৃতির ভেল্লিগাছ দমকা হাওয়ায় উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঝড় থেমে যাওয়ার পর পরিবারের সদস্যরা ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
এমআই