বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ মারুফুজ্জামানের জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। গত কয়েক বছর ধরে ওই সন্ত্রাসী বাহিনীর দখল, হামলা ও চাঁদাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভুগি মেখ মারুফুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২৪ বছর চাকরির সঞ্চয় দিয়ে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট সদর রেজিস্ট্রি অফিসে দলিল নং ৯০৫/২০১৭ এর মাধ্যমে রাধাবল্লভ মৌজার ৮.৮৫ শতাংশ জমি ক্রয় করেন। তার ভাড়াটিয়া আকলিমা বেগম ও স্বামী মোঃ মাহবুব শেখ (সাহেদ) জমিটির দেখাশোনা করছিলেন। কিন্তু ২০১৮ সালের ২৭ এপ্রিল প্রতিবেশী মোঃ ইসরাফিল হাওলাদার (৪০) ও তার সহযোগীরা আমার জমির ১৫০টি গাছের চারা কেটে নষ্ট করে এবং গড়াবেড়া ভেঙে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি করে। পরে থানায় অভিযোগ করলে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ইসরাফিল হাওলাদার ও ১০-১৫ জন সন্ত্রাসী আকলিমা বেগমের উপর হামলা করে, তাকে জীবননাশের হুমকি দিয়ে জমির মালিকানা দাবি করে। এ নিয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে ইসরাফিল হাওলাদার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদে মামলা দায়ের করলে ইউনিয়ন পরিষদ দলিলের দাগ নম্বর সংশোধনের পরামর্শ দেয়। এরপর আমি ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট ১ম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা (১৪/২০২০) দায়ের করেন, যা এখনো বিচারাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ১২ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় মোঃ শিফাত শেখ (বিখ্যাত মাদক ও চোরাচালানকারী) ও তার ২৫-৩০ জন সহযোগী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আকলিমা বেগমের উপর হামলা করে। তারা তাকে জীবননাশের হুমকি দিয়ে মারুফুজ্জামানের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আকলিমা প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা তাকে আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এমন পরিস্থিতে ইসরাফিল হাওলাদার ও বারেক শেখের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে মারুফুজ্জামান প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমআই