এম.পলাশ শরীফ, বাগেরহাট :
প্রায় দুই যুগ পরে বাগেরহাটের মোরেলগঞ্জ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মোল্লা প্যানেল ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন।
বুধবার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। কাউন্সিলের উদ্ধোধনী বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবি এম ওবায়দুল ইসলাম, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, বিশেষ বক্তা জেলা বিএনপি’র মনিটরিং টিম বাগেরহাট-৪, নেয়ামুল নাসির আলাপ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল নির্বাচনে বেলা ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৬৩৯ দলীয় ভোটারা ভোট প্রদান করেন। সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে শিকদার ফরিদুল ইসলাম ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটত প্রতিদ্বন্দী অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ পেয়েছেন ২৪৯, সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে আসাদুজ্জমান মিলন ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দী ফরহাদ হোসেন মিলন ৭৫ ভোট পেয়েছেন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. সেলিম মোল্লা ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আব্বাস মুন্সী ১৪৭ ভোট পেয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পরে নেতাকর্মীদের উদ্যেশে এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, এ বিজয় তৃনমুল কর্মীদের হয়েছে। তারা দলের সাংগঠনিক ত্যাগী নেতাদেরকে ভোট দিয়ে মূল্যায়ন করেছেন।
এমআই