আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময়ে ৬০ জনের বেশি আহত হয়েছেন। এই নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬৬ জনে। খবর আল জাজিরার।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল ডোরা পেডিয়াট্রিক হাসপাতালেও হামলা চালিয়েছে এবং উপত্যকা জুড়ে মঙ্গলবার অন্তত ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গত ১৮ মার্চ নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলের এই ব্যাপক হামলায় এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯৯১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বহু মানুষ আটকা পড়ে থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সাথে মতবিরোধের জের ধরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত ভেঙে দিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, ইসরায়েলের এই আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।