কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া অসচ্ছল ও গরীব পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি) অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কষ্টার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাকীর। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন ও বিকাশ এজেন্ট নুর-এ এলাহী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপজেলার ৫ ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ৪ শ ২৫ পরিবারের হাতে নগদ ১৮ হাজার করে টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক শাকীর বলেন,ওয়ার্ল্ড ভিশন অর্থ সহায়তা দিচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য। সেই টাকা দিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। সেই টাকা কোন ভাবে অপচয় খরচ করা যাবে না। প্রত্যেক পরিবার যেন এই টাকা নিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারে সেজন্য মাঠ কর্মী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সকল কর্মকর্তাদের নজরদারী বৃদ্ধি করার আহবান জানান।
প্রধান অতিথি জাকির হোসেন বলেন,আগামীতে যারা অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে উপজেলা সমাজসেবা দপ্তর তাদেরকে আরও বেশী সহযোগিতা করবে। কিন্তু যারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টাকা নিয়ে অপচয় খরচ করবে আমরা তাদেরকে আর সহায়তা দিব না।
এমআই