এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
আকাশে ওড়ার অদম্য ইচ্ছা আর স্বপ্ন ছিল ছোট বেলা থেকেই। এক সময় বড় ঘুড়ি নিয়ে, আবার বেলুন নিয়ে আকাশে উড়তে চেয়েছেন। সেভাবে সফল হতে না পেরে ইউটিউব থেকে জানতে পারেন প্যারাগ্লাইডার এর মাধ্যমে আকাশে উড়ার কথা। সেখান থেকেই শুরু।
ইউটিউব দেখে দেখে আর ফরিদপুরের স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে বানিয়ে ফেলেন প্যারাগ্লাইডার।
মারুফ জানান, সদরপুর উপজেলার খেজুর তলা গ্রামের ইলেকট্রিশিয়ান তিনি। এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলেও পরিবারের দারিদ্র্যতার কারনে পড়ালেখা আর বেশি আগায়নি মারুফের। শুরু করেন ইলেকট্রিশিয়ানের কাজ।
তিনি আরো জানান, স্বপ্ন রয়েছে নিজের বানানো মোটর পিঠে লাগিয়ে প্যারাগ্লাইডারের মাধ্যমে আকাশে উড়ার। এটা ছাড়াও তিনি এয়ার কুলার, থেরাপী মেশিন বানিয়েছেন, তার বানানো এসব যন্ত্র করতে চান বাজারজাত।
এমআই