কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারেক আজিজের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার,বাংলাদেশ জাতীয়তাবাদীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম স্বপ্না,বিএনপির জেলা সাধারণ সম্পাদক শাহীন আকতার,জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমূখ।
প্রধান অতিথি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের জন্য নিবেদিত। তার চিন্তা চেতনা ছিল দেশ ও দেশের মানুষের উন্নয়নে। যুবদলের সকল নেতা কর্মীকেও সেই চেতনা ধারণ করে কাজ করতে হবে। তিনি বলেন,যুবদলের কোন নেতা কর্মী যেন চাঁদাবাজি,দখলবাজি ও কোন বিশৃঙ্খলার সাথে জড়িত না থাকে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এমআই