সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : "দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। প্রথমে শান্তির প্রতীক পায়রা ও স্মারক বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা লিগ্যালএইডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার চৌধুরী'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মো. শহীদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী, লিগ্যাল এইডের মো. আল মামুন, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী গোলাম নবী, সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, জেল সুপার আবুল কালাম আজাদ, জামালপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি আইনজীবী ফজলুল হক, আইনজীবী ইউসুফ আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন বিনা মূল্যে আইনগত সহায়তা প্রদান সরকারের একটি মহতি উদ্যােগ হলেও বেশির ভাগ জনগণ এ বিষয়ে অবগত নন।মানুষের মাঝে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করেছে।
বক্তারা আরও বলেন, জামালপুরে লিগ্যাল এইড এর মাধ্যমে দুইশত ৬ টি মামলা আপস ও মিমাংসা করা হয়। সারাদেশে লিগ্যাল এইড এর মাধ্যমে ১লাখ ৮৬ হাজার এর বেশি মানুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম ও মাহফুজা আক্তার। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতি, জজ আদালতের জি.পি, পি.পি এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিবর্গ, মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল