এম.পলাশ শরীফ, বাগেরহাট:
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ শেষে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির পথসভায় বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, কোন ষড়যন্ত্রই জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে পারবে না। এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সাধারণ জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের পোলেরহাট বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও তারেক রহমানের লিফলেট বিতরণ করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। বিএনপির আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম, আবজাল হোসেন জোমাদ্দার, বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, বিগত আওয়ামী দুঃশাসনে যারা দলের পাশে থেকে হামলা-মামলার নির্যাতনের স্বিকার হয়ে তবুও দল ছেড়ে যায়নি তারাই হলো দলের প্রকৃত ত্যাগী কর্মী। এ ত্যাগী কর্মীদেরকে দলে সর্বপ্রথম মূল্যায়ন করতে হবে এ নির্দেশনা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। অন্তবর্তীকালিন সরকারের প্রতি দাবি অচিরেই নির্বাচিন দিন।