জাহিদ রহমানের কবিতা ‘খুঁজি শুদ্ধপ্রাণ’
যন্ত্রণাময়ী পৃথিবী ডেকে বলে-
জীবন পয়দা কর, বানাও মানুষ,
বলি এ যে পাপ-রে!
আমি সাধু ক্লান্ত ভবঘুরে,
পৃথিবীর পথে যাত্রা আমার ক্ষণিকের,
কত মৃত্যু, কত হাহাকার, কত যাতনাময় জীবন!
আমি বাউণ্ডুলে বিরাগ নির্বাসিত ক্ষুদ্র প্রাণ।
চেতনায় জাগি,মত্তেয় উন্মাদ হই,
পাপ করি ভুলে, ভুলে বেঁচে রই।
খেয়ালে চলি, গড়ি জীবনসংসার।
আমি ভবঘুরে উন্মাদ মূর্খ প্রাণ,
তোমাদের মধ্যে যারা বিদ্বান-
তারা কেন করে ক্ষতি বিধাতার বিধানে।
তোমাদের সভ্য সমাজে কেন গড় বেশ্যালয়?
নারীতে তবে কেন নাম দেও বেশ্যা?
অথচ কত অভিজাত সমাজপতি বেশ্যাতেই খুঁজে স্বস্তি!
আমি ক্লান্ত ভবঘুরে খুঁজি একই প্রাণ,
দুটি রক্তমাংসময় দেহে খুঁজি ধর্মের নাম।
যেখানে তোমরা সভ্যরা গড়েছ তীর্থস্থান ;
মহাকালের যাত্রায় মানুষ খুঁজি, খুঁজি শুদ্ধপ্রাণ।
সময় জার্নাল/আরইউ