জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৮৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে প্রদর্শনী পুনঃস্থাপনের জন্য বীজ, নেট ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ছয়টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা তাদের পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টিকর সবজির উৎপাদন বাড়াতে সক্ষম হবেন, যা পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।
এমআই