নাটোর প্রতিনিধি:
নাটোরে পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানালেন। দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
দুলু বলেন, বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে শ্রমিকরা। তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ও সকল আন্দোলনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনেও তাদের রক্ত ঝরেছে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে বলিষ্ঠ ভূমিকা দৃষ্টি রাখতে হবে।
তিনি আজ শহরের কানাইখালিতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এছাড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহরের নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে এক সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী সংসদ সদস্য পদ্মপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী।
এছাড়া জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা ইমারত নির্বাণ ক্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
এছাড়া শ্রমিকদের মাঝে উন্নত মানের খাবারও বিতরণ করা হয়। একই কর্মসূচি পালিত হয়েছে জেলার বিভিন্ন স্থানেও।
এমআই