সোমবার, ০৫ মে ২০২৫

যে মাঠে ১৪৪ ধারা সে মাঠে বৈশাখী মেলা

সোমবার, মে ৫, ২০২৫
যে মাঠে ১৪৪ ধারা সে মাঠে বৈশাখী মেলা

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: 

চলতি অনার্স ৩য় বর্ষের পরীক্ষা যে কলেজে- সে কলেজ মাঠে উদ্বোধন হতে যাচ্ছে বৈশাখী মেলা। এ নিয়ে শহর জুড়ে চলছে জল্পনা-কল্পনা। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলছেন পরীক্ষার কোন সমস্যা হবেনা।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে গত ৩মে শনিবার বিকালে ১০ দিনব্যাপী ৩২তম বৈশাখী মেলার উদ্বোধন হতে যাচ্ছে। সে কলেজে চলছে অনার্স ৩য় বর্ষের পরীক্ষা। গতকাল রবিবার অনার্সের সকল বিষয়ের পরীক্ষা অনূষ্ঠিত হয়। আর এজন্য উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং। মেলা প্রসঙ্গে অভিভাবক মনজুর আলম বলেন, এসএসসি, অনার্স পরীক্ষা চলমান, প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে।

সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান জানান, প্রাথমিক স্কুলের প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে ৬ মে শুরু হবে। মেলায় যে খেলনা, রাইডস, ট্রেন, দোলনাগুলো রয়েছে এজন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্ন হবে।

এ প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে কিনা জানতে চাওয়া হলে? তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে আপনাকে জানাবো। মেলা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

উল্লেখ্য, বৈশাখী মেলার উদ্বোধন করবেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন। 

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল