তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ৯০.৩১ শতাংশ।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ—এই চারটি বিভাগ নিয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র ছিল রবীন্দ্র-নজরুল কলাভবন ও অনুষদ ভবন। ভোগান্তি এড়াতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে।
ভর্তি ইচ্ছুক অনেক শিক্ষার্থী জানান, বিগত বছরের তুলনায় এবারের প্রশ্নপত্র ছিল কিছুটা ভিন্নধর্মী। তবে তারা আশাবাদী, সুযোগ পেলে ইসলামী বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করতে আগ্রহী।
এবিষয়ে ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফি বলেন, ভর্তি পরিক্ষা অত্যন্ত সুষ্ঠ স্বাভাবিক পরিবেশ এর মাধ্যমে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই পরিক্ষায় অংশ নিয়েছে, তিনি আরো বলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচিত। তিনি সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।