জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খামারবাজার এলাকার নিবারণ রায়ের ছেলে সঞ্জয় কুমার রায় (২২) এবং চন্দ্রখানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিমুদ্দিনের কনিষ্ঠ পুত্র বেলাল হোসেন (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে গত রোববার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বুরাল ব্রিজ সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা গামী ‘শাহ আলী পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস (নম্বরঃ ঢাকা মেট্রো-ব ১৪-৬২৪৫) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা সঞ্জয় ও বেলাল দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত সঞ্জয় পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন এবং এলাকার তরুণদের কাছে ছিলেন পরিচিত ও প্রিয় মুখ। অপরদিকে বেলাল ছিলেন একজন সদালাপী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় যুবক।
সঞ্জয়ের চাচা সুমন কুমার রায় জানান, ওই রাতে তাঁরা দুজন রংপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে। বাসটি রাস্তার পাশে উল্টে পড়লেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঘটনাটি কাউনিয়া থানার আওতাধীন এলাকায় ঘটেছে। বিষয়টি তারা তদারকি করছেন।
সঞ্জয় ও বেলালের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।