মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব পাওতা গ্রামে খালে ডুবে আদুরী (২) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদুরীর পিতার নাম জসিম হাওলাদার ও মায়ের নাম কলি বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার সময় পরিবারের অজান্তে আদুরী বাড়ির পাশের খালে পড়ে যায়। টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খাল থেকে তুলে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. ইলিয়াস হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা পরীক্ষা করে তার কোনো প্রাণচিহ্ন পাইনি।