ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর গ্রামে বজ্রপাতে হাতেম আলী (৩৮) নামের এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে নিজ জমিতে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাতেম আলী ছাফের আলীর ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল এবং গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। আবহাওয়ার বিরূপতা সত্ত্বেও হাতেম আলী কয়েকজন কৃষকের সঙ্গে ধান কাটতে জমিতে যান। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য মদিনা আলী বলেন, “ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলীর মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ না থাকলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।”
প্রয়াত হাতেম আলী স্থানীয়ভাবে একজন সেবাপরায়ণ পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে গ্রামবাসী গভীরভাবে শোকাহত।