নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ল্যাপটপ চুরির রেশ না কাটতেই এবার নতুন করে মহিলা ছাত্রীনিবাসে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।
বুধবার ( ১৪ মে) বিকেল ৫ টার দিকে রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের উত্তরা বিল্ডিংয়ে এই চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ছাত্রী হলেন অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সুমি খন্দকার। তিনি ছাত্রীনিবাসের উত্তরা বিল্ডিংয়ের ১০২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। তিনি জানান আনুমানিক সাড়ে ৪ টা থেকে ৫ টার দিকে তিনি রুমের বেলকনিতে ফোন রেখে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গিয়েছিলেন। একটু পর এসে দেখেন তার ফোন নির্ধারিত স্থানে নেই। পরবর্তীতে তিনি বিষয় ছাত্রীনিবাসের দায়িত্বে থাকা ম্যাম কে অবগত করেন। ম্যাম বিষয়টি জানার পর তার কাছে ফোনের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দিতে বলেন এবং পরবর্তী তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাকে আশ্বস্ত করেন।
রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোছা: জান্নাতুন নেছা বলেন, চুরির বিষয়টি সম্পর্কে ছাত্রীনিবাসের মেয়েরা তাকে অবগত করেছেন। সিসিটিভির ফুটেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটা মহিলা হোস্টেল সেই দিক বিবেচনায় সবজায়গায় সিসিটিভি রাখা নেই। তবে মেইন গেট সিসিটিভি লাগানো রয়েছে, সেখান থেকে বহিরাগত কেউ ঢুকেছে কি না সেটা শনাক্ত করা যাবে।
এছাড়াও তিনি বলেন, বিষয়টি নিয়ে ছাত্রীনিবাসের মেয়েদের সাথে আলোচনা করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
উল্লেখ্য গত কয়েকদিন আগে ৪ মে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবনে ( সি-ব্লক) ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে ছাত্রাবাসের একই ভবনে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল যার এখনো কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।