চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর দক্ষিণপাড়া ঈদগাহের সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনায় নজির আহমেদ ও আবু তাহেরকে নারায়নপুর মহিলা দাখিল মাদরাসা থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মনির আহম্মেদ, আলেয়া বেগম, স্থানীয় মোঃ শাহজাহান, সোহেল মিয়া, জুয়েল রানা, জাফর মজুমদার, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের নারী-পুরুষ।
এলাকাবাসীর অভিযোগ, নারায়নপুর মহিলা দাখিল মাদরাসার ছাত্রীদের নিরাপত্তার জন্য এলাকাবাসী গত ২ এপ্রিল মাদরাসা ও ঈদগাহের নতুন সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ করে। কিন্তু মাদরাসার সহ-সুপার আবু তাহের ও প্রতিষ্ঠাতা দাবিকারি নজির আহম্মেদ আদালতে মিথ্যা তথ্য দিয়ে ১০ মে সেই সীমানা প্রাচীর ভাংচুর করে। এতে ক্ষোভে ফুঁসে উঠায় এলাকাবাসীকে বিভিন্নভাবে হয়রানী করছে তারা। এরই জেরে এলাকাবাসী মানববন্ধনে মাদরাসা থেকে আবু তাহের ও নজির আহম্মেদের বহিস্কার দাবি করে।
এ ব্যাপারে নারায়নপুর মহিলা দাখিল মাদরাসার সহ-সুপার আবু তাহের বলেন, ‘কুচক্রী মহল মাদরাসার ঘর ভাংচুর করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। আদালতের আদেশে প্রশাসন সীমানা প্রাচীর ভাংচুর করেছে’।