খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের অধিনে
নির্মিত বাড়িতে থাকা ৪০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের কাচারী বাজার এলাকার আশ্রয়ন বাসীর মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। দেশব্যাপী করোনা
ভাইরাসে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসা রোকাসানা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারূকুজ্জামান ফারুক, প্রেস ক্লাব আহবায়ক আবু হাসান শেখ তনা, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবু ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এ এইচ এম আহসানুল হক চন্দন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসে মানুষ একেবারেই নাজেহাল হয়ে পড়েছে। দেশে করোনা ভাইরাসের পাশাপাশি লকডাউনে গ্রামের মানুষ অনেকেই অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ্য পরিবারের কথা চিন্তা করে তাদের জন্য সহায়তা প্রেরণ করেছেন। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ পর্যায়ক্রমে চলবে।
সময় জার্নাল/এমআই