নিজস্ব প্রতিবেদক:
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’বাতিলসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। এই আন্দোলনের ফলে প্রশাসনের প্রাণকেন্দ্রে অচলাবস্থা দেখা দেয়। সরকারের আশ্বাসে কর্মচারীরা আন্দোলন স্থগিত করেন। তাদের দাবি দাওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে ফিরলে এ ব্যাপারে তাঁকে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।
বুধবার (২৮ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে তিনি তুলে ধরবেন। প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন। ৩১ মে তার দেশে ফেরার কথা।
সচিব জানান, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলবেন। তখন একটি সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচ জন সচিব অংশ নেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন।
সচিবদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে আন্দোলনরত উভয়পক্ষের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মন্ত্রিপরিষদ সচিবকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানানো এবং আলোচনার সুবিধার্থে বুধবার (২৮ মে) সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত কর্মচারীরা।