মো. মাইদুল ইসলাম: শুরু হলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) দুই দিনব্যাপী ভার্চুয়ালি সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার। কর্মশালার উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের খ্যাতিমান সাংবাদিকেরা। দুই দিনব্যাপী এই সাংবাদিকতা কর্মশালায় তিতুমীর কলেজের চার শতাধিক শিক্ষার্থী সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মাঝেও বেশ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শুক্রবার (৯ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম এর মাধ্যমে এ কর্মশালার প্রথমদিন সম্পন্ন হয়। সকাল ১০ টায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় উক্ত কর্মশালা শুরু হয়। প্রথম দিনে কর্মশালা উদ্বোধন করেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এস এম কামাল উদ্দিন হায়দার।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রথমদিন ছিলেন খ্যাতিমান তিন সাংবাদিক। প্রথম দিনে কর্মশালায় অনুসন্ধানী ও নাগরিক সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানী অনুষ্ঠান তালাশের সাবেক উপস্থাপক মুনজুরুল করিম, স্টাইলিশ ক্রীড়া সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন "নট আউট নোমান" এর প্রতিষ্ঠাতা নোমান মোহাম্মদ। সময়ের আলোর নির্বাহী সম্পাদক ও ডয়চে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশিদ আলোচনা করেন ই-জার্নালিজম নিয়ে।
কর্মশালায় স্বাগত বক্তব্যে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির বলেন, আমরা গত ২ বছর ধরে সরাসরি সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করি কিন্তু মহামারিকালীন সেটা সম্ভব না হওয়ায় অনলাইনে এই আয়োজন। আগের কর্মশালাগুলো থেকে আমরা বেশ কয়জন চৌকশ সাংবাদিক পেয়েছি। ঠিক এ জন্যই আমরা চাই আমাদের কর্মশালা রীতিমতো হোক। তাই করোনার এই সময়েও আমরা ভার্চুয়ালি কর্মশালার আয়োজন করেছি। আমরা আশা করছি সাংবাদিকতার এই কর্মশালা থেকেও আমরা আরো অনেক সাংবাদিক তুলে আনতে সক্ষম হব।
উদ্বোধনী বক্তেব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এস এম কামাল উদ্দিন হায়দার সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজকে জাগ্রত করে। সাংবাদিক সমাজের দর্পণ স্বরূপ। সাংবাদিকতার মাধ্যমেই সমাজের নানা অনিয়মের কথা সামনে আসবে। আমি আশা করি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অনেক কিছু শিখতে পারবে ও দেশের জন্য কাজ করতে পারবে।
প্রসঙ্গত, শনিবার (১০ জুলাই) কর্মশালার দ্বিতীয় দিনের ক্লাস শুরু হবে। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে থাকছেন, সময় টিভির সাবেক বার্তা সম্পাদক, লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহ, বৈশাখি টিভির সংবাদ উপস্থাপিকা শায়লা ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারম্যান তাহমিনা জাহান।
সময় জার্নাল/এমআই