চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর আগেই প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হলে সিট বরাদ্দ না দেয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রতীকী সিট বণ্টন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে প্রতিবাদস্বরুপ এ কর্মসূচী পালন করে তারা।
এ কর্মসূচিতে চবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ পারভেজ উদ্দীন আইসিটি সেলের পরিচালক ও শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব প্রভোস্ট হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন।
সিলেট থেকে আগত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থী বলেন, "আমি ভর্তি হয়ে পাঁচদিন আগে ক্যাম্পাসে এসেছি। কিন্তু হলে নবীন শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা নেই। বাধ্য হয়ে বাসা ভাড়া নিতে হয়েছে, আর এতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন জায়গা, কিছুই চিনি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত, দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা বাড়ানো।"
এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, "আজ নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রশাসন কোন আবাসন ব্যবস্থা দিতে পারছে না। নবীন শিক্ষার্থীদের কাছে সবকিছুই নতুন—নতুন জায়গা, নতুন ভাষা। থাকার জায়গা খুঁজতে গিয়ে তারা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।"
তিনি আরও জানান, "বিশ্ববিদ্যালয়ে মোট ২৮ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬ হাজারের জন্যই আবাসনের ব্যবস্থা রয়েছে। বাকি ২২ হাজার শিক্ষার্থী আবাসনের অভাবে ভুগছেন। আমরা বহুবার প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানিয়েছি। আজ প্রতীকী সিট বণ্টনের মাধ্যমে আমরা আমাদের দাবির প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন যেন দ্রুত বহুতল হল নির্মাণসহ আবাসন সমস্যার সমাধানের রোডম্যাপ প্রদান করে। নাহলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।"
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে ৭ দফা উত্থাপন করে ১০ দিনের ক্যাম্পেইন চালাচ্ছে শাখা ছাত্রশিবির। তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হয় প্রতীকী সিট বণ্টন কর্মসূচি।