সময় জার্নাল ডেস্ক : পশ্চিমা লঘুচাপের প্রভাবে হঠাৎ বৃষ্টিতে জনদুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। রবিবার (৭ মার্চ) রাতে রাজধানীতে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।
এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন কাজ শেষে ঘরে ফিরতে থাকা মানুষেরা।
হঠাৎ বৃষ্টিতে যানজট বেড়েছে, মোটরসাইকেল আরোহী এবং রিকশারোহীরাও বিপদে পড়েছেন। আবার ধুলা যুক্ত বিভিন্ন স্থাপনার গড়িয়ে পড়া পানি তে অনেকের জামা কাপড় নষ্ট হচ্ছে।
তবে বৃষ্টির কারনে ধুলো কমে যাওয়ায় অনেকেই আবার স্বস্তি প্রকাশ করেছেন।
আজ ৫ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তারপরের দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে তারপরের পাঁচ দিনে।
সময় জার্নাল/এমআই