অনলাইন ডেস্ক:
প্রথম ওভারে একটি সহজ ক্যাচ হাতছাড়া করে দলকে হতাশ করেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু সেই ভুলের ভার বেশিক্ষণ টানলেন না। পরের ওভারেই দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট তুলে নিয়ে নিজেরই ভুলের প্রায়শ্চিত্ত করলেন এই ডানহাতি পেসার।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন। পঞ্চম বলে পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুবকে আউট করেন তিনি।
ব্যক্তিগত ৬ রানে মুস্তাফিজুর রহমানকে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন পাকিস্তানের ওপেনার।
অথচ প্রথম উইকেটের মালিক হওয়ার কথা ছিল শেখ মেহেদীর। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লেতে বল হাতে নিয়ে যে কাজটা করে আসছিলেন বাংলাদেশি অফস্পিনার, আজও সেই সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে দলীয় ৪ রানের সময় ফখর জামান ক্যাচ দিলেও জীবন পান।
মেহেদীর বলে ফাইন লেগের সহজ কাজটা যে ধরতে পারেননি তাসকিন।
তাসকিন মিস করলেও ক্যাচ ধরেছেন শামীম হোসেন পাটোয়ারি। তাতে নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেয়েছেন শেখ মেহেদী। ডিপ মিড উইকেটে ব্যক্তিগত ৪ রানে মোহাম্মদ হারিসের ক্যাচ ধরেন শামীম।
পরে পাকিস্তানের আরো দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৩ রানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব। আর চতুর্থ উইকেটের শিকারি মুস্তাফিজুর রহমান। হাসান নওয়াজকে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি।
তবে জীবন পাওয়া ফখর ঠিকই বাংলাদেশের মাথা ব্যথা হয়ে ওঠার চেষ্টা করছে। কেননা ১৭৩.৩৩ স্ট্রাইক রেটে যে ইতিমধ্যে ৫ চারে ২৬ রান করেছেন বাঁহাতি ওপেনার। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন মোহাম্মদ নওয়াজ। ষষ্ঠ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪১ রানে ৪ উইকেট।
একে