নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপুর বীরত্ব ও আত্মত্যাগ এখন দেশের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করছে। শিক্ষার্থীদের বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই দুই শিক্ষিকা। তাদের এই আত্মত্যাগকে বিশেষ সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
২৩ জুলাই এক বিবৃতিতে অধ্যাপক পারভেজ বলেন, আমাদের এভিয়েশন ইতিহাসের সব চাইতে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনায় হতাহত হয় শত শত কোমলমতি প্রাণ। আমি মিডিয়াতে শোক প্রকাশ করলেও পরবর্তীতে বুঝতে পারি শিক্ষিকা মেহেরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপুর মত জীবন উৎসর্গ কারীদের বিশেষ সম্মান, শ্রদ্ধা ও সেলুট না জানানো পর্যন্ত হৃদয়ে রক্তক্ষরণ অব্যাহত থাকবে। আমি অন্তরের অন্তস্তল থেকে দুই মহীয়সী বীর শিক্ষিকাকে জানাই অভিবাদন ও এনবিইআর এর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান। আল্লাহ তাদের জান্নাত বাসী করুন। তাদের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তিদিন। আমীন।
উল্লেখ্য, বহু শিশুর মর্মান্তিক মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুক পেইজে।
এমআই