নিজস্ব প্রতিবেদক:
তিন বাহিনীর প্রধান ও দুই গোয়েন্দা প্রধান নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেখানে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনে এ প্রস্তাব দেয় কমিশন।
“বর্তমানে সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কেবল দু’টি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন-প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ।
এদিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিষয়টিতে নোট অব ডিসেন্ট দেবে বিএনপিসহ পাঁচটি দল ও জোট। নির্বাচন কমিশন নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে দলগুলো একমত হয়েছে।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ নিয়োগের জন্য শক্ত আইন করার পক্ষে মত দেন। সংবিধানে নিয়োগ কমিটির বিধান যুক্ত করার বিরোধিতা করেন তিনি।
পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান এ বিষয়গুলোতে বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও আমজনতার দল নোট অব ডিসেন্ট দেবে।
এমআই