সেই মানুষটা। মাহমুদ তানজীদ
যার স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায়,
আমার সেই মানুষটা কোথায়?
যার ভালোবাসা হবে মুক্তার বুকে শুক্তির মতো,
আমার সেই মানুষটা কোথায়?
যার কথা প্রতিধ্বনি হয়ে লেখায় মায়ার গল্প,
আমার সেই মানুষটা কোথায়?
যার দেয়া ব্যাথায় থাকবে হাজারো না বলা কথা,
আমার সেই মানুষটা কোথায়?
যার কথা ভেসে উঠে মনে বারেবার,
সে কি আসবে আবার?
জোনাকির আলো হয়ে যে এসেছিল জীবনে,
সে কি ফিরবে আর?
সেতো হারিয়েছে অস্তাচলে,
সে কিভাবে ফিরবে?
আমিতো তোমার মতো কাউকে দেখি না,
তাহলে কি তুমি আমার মানুষ ছিলে না?
যে গল্প হয়নি শেষ,
মহাকালের শূন্যতা দিয়ে কেন চলে গেলে?
ক্ষুধার্ত সময়,
আমাকে তোমার থেকে কেন কেড়ে নিলো?
ভেবো না প্রিয়,
আমাদের আবার দেখা হবে ঐ নীল আকাশে!
আমরা আবার চোখে চোখ মেলাবো,
হারাবো দুজন দুজনাতে!
সময় জার্নাল/