ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত ড. এবিএমআই পাটোয়ারী আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিবিএ বিভাগ।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ইংরেজি বিভাগকে ২-১ গোলে পরাজিত করে।
খেলার শুরুতেই জিদানের গোলে এগিয়ে যায় বিবিএ বিভাগ। ইংরেজি বিভাগের আরমান গোল করে সমতা ফিরিয়ে আনলেও দ্বিতীয়ার্ধে লাথের গোলে জয় নিশ্চিত করে বিজয়ী দল।
উক্ত টুর্নামেন্টে, ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন লাথে এবং ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ইংরেজি বিভাগের আকাশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআইইউ উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, “আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খেলোয়াড় নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে।”
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “এই ম্যাচ ছিল উপভোগ্য। দুই দলই অসাধারণ খেলেছে, বিশেষ করে ইংরেজি বিভাগের খেলায় ছিল রোমান্টিকতা ও নৈপুণ্য।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগ অংশগ্রহণ করে।
একে