তানভীর আহমেদ, কুয়েট:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আগামী ৫ আগস্ট ২০২৫, সোমবার যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিভিন্ন অনুষদের ডীনগণ থাকবেন বিশেষ অতিথি হিসেবে এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হবে সকাল ৯:০০ টায়, শহীদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। এরপর সকাল ৯:৩০ টা থেকে অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা, যা তিনটি গ্রুপে বিভক্ত থাকবে।
সকাল ১০:৩০ টায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন "কুয়েট সবুজ আন্দোলন"-এর সহায়তায় আয়োজিত হবে গাছ রোপণ কার্যক্রম ও র্যালি। সকাল ১১:১৫ টায় রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সকাল ১২:০০ টায়, এক বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে যেখানে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর তাৎপর্য তুলে ধরা হবে। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কুয়েট সাংস্কৃতিক দলের পরিবেশনা থাকবে।
কুয়েট প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।