খুবি প্রতিনিধি:
৫ই আগষ্ট ’জুলাই গণঅভ্যুত্থান দিবস ‘ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজন করা হয়েছে বিশেষ ‘বিজয় ফিস্ট’। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের মোট ৫,২৪৪ জন শিক্ষার্থী এ ফিস্ট পাবেন।
জানা যায়, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই ফিস্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ৭০ টাকা মূল্যে টোকেন সংগ্রহ করে এই আয়োজনে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বিজয় ফিস্টে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এতে রয়েছে পোলাও, চিকেন রোস্ট, ডিম, মোজো, দই এবং মুড়িঘণ্ট।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আয়োজিত এ ফিস্ট শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। খান জাহান আলী হলের আবাসিক শিক্ষার্থী শাহারিয়া সাহাদ মাহিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীর জন্য ফিস্টের ব্যবস্থা করা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি সময়োপযোগী পদক্ষেপ। অতীতে কিছু সময় অনাবাসিক শিক্ষার্থীদের ফিস্ট থেকে বঞ্চিত থাকার ঘটনা ঘটত, যা শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভাজনের সৃষ্টি করতো।
তিনি আরও বলেন, এবার এমনটি না হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ঐক্য ও সহমর্মিতার বহিঃপ্রকাশ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিহাসচেতনা ও একাত্মবোধকে উজ্জীবিত করে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও ঐক্যের মনোভাব গড়ে তুলতে সহায়তা করে। এটি সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে এমন সচেতন ও অংশগ্রহণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রইল।”
এ বিষয়ে খান বাহাদুর আহসান উল্লাহ হলের প্রোভোস্ট শরিফ মোহাম্মাদ খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ঐতিহাসিক ঘটনার গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমরা এই আয়োজন করেছি। আমাদের পরিকল্পনা ছিলো এই দিনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা । সে পরিকল্পনা মাফিক আমরা যথাসম্ভব চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা যা প্রাপ্য সবই তারা পাবে, কোনোভাবেই শিক্ষার্থীদের আমরা এমন আয়োজন থেকে বঞ্চিত করতে পারিনা ”