বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাঙ্গুয়েজ ক্লাবের (বাউএলসি) ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবে নতুন সাধারণ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ২৭ জন।
সোমবার(৪আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসি মিনি কনফারেন্সে ওই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
নবীনদের জন্য গেইম সেগমেন্টের আয়োজন করা হয় এবং তাদের মধ্যে বিজয়ীদের পুরষ্কার তুলে দেওয়া হয়।এরপর ক্লাবের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষক ও সদস্যরা মিলে কেক কাটেন এবং আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক । উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম , সহ সভাপতি অধ্যাপক ড. মো রোস্তম আলী এবং অধ্যাপক শরীফ-আর-রাফি এবং সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তানজিম ইকবাল। ওই অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটি এবং প্রাক্তন সদস্যসহ সর্বমোট ৭৭ জন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা তানজিম ইকবাল বলেন, স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। আর এই সংগঠন তোমাদের সেই সুযোগ করে দিচ্ছে। যে ভাষায় কথা বলো না কেন হোক সেটা বাংলা বা ইংরেজি সেটা হতে হবে সুন্দর এবং গোছালো। কর্মক্ষেত্রে এটির বেশ গুরুত্ব থাকে যার অভ্যাস শুরু থেকেই করা উচিত।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, ভবিষ্যতে কর্মজীবনে উচ্চ পদে যেতে হলে পড়াশোনার পাশাপাশি কিছু দক্ষতা অর্জন করা জরুরি। তোমরা এখান থেকে যে বিষয়গুলো শিখবে, সেগুলোর নিয়মিত চর্চার মাধ্যমে তোমরা অন্যদের তুলনায় নিজেদেরকে আরও যোগ্য করে তুলতে পারবে। এই ধরনের গঠনমূলক কাজ তোমাদের বর্তমান ও ভবিষ্যৎ উভয়ই উজ্জ্বল করবে।
এমআই