নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
'৩৬ জুলাই' এটা একটা সংখ্যা বা তারিখ নয়,এদেশের মানুষের কাছে এক নতুন সূর্যোদয় যা অর্জিত হয়েছে অসংখ্য তাজা প্রানের বিনিময়ে। আর তাই এই দিন ঘিরে সারা দেশের ন্যায় রাজশাহী কলেজেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ৯ টায় রাজশাহী কলেজ কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদের স্মরণে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ প্রশাসন।
সকাল ৯ টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য র্যালি শহরের সি এন্ড বি মোড়ের উদ্দেশ্যে বের হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু.যহুর আলী,উপাধ্যক্ষ প্রফেসর ড.মো. ইব্রাহীম আলী,শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড.মো. সেরাজ উদ্দীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ ছাড়াও সারাদিনব্যাপী আয়োজনের দ্বিতীয় পর্বে বিকাল থেকে রয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক পর্ব। শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণে থাকছে নাচ-গান,আবৃত্তি-মঞ্চনাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের চমকপ্রদ এক জমকালো সন্ধ্যা।
এমআই